ইউপি সদস্যের ঘরের মেঝে খুঁড়ে মিলল ত্রাণের চাল!

ত্রাণ চুরিরও যেন হিড়িক পড়েছে। এবার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ঘরের মেঝে খুঁড়ে মিলল সরকারি চাল। আজ রোববার ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ঘটেছে এ ঘটনা।

সকালে ৯৯৯ থেকে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মেঝে খুঁড়ে সাত বস্তা চাল উদ্ধার করে। এ সময় ইউপি সদস্য জুয়েল পলাতক থাকায় তার বাবা সাবেক ইউপি সদস্য নান্নুকে আটক করেছে পুলিশ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, আজ সকাল ৬টার দিকে ৯৯৯ এ ফোন পাই। যিনি ফোন করেছেন তিনি জানান, বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় জুয়েলের ঘরের খাটের নিচ থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরও দুই বস্তা চাল উদ্ধার করি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ