পিযুষকে মাদক দিতে গিয়ে ছাত্রলীগকর্মী আটক

কারান্তরীন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে-কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাদক দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক ছাত্রলীগ কর্মী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল এলাকা থেকে জাহেদ নামে ঐ ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশ।

এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা, ১ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন, মাদকসহ জাহেদ নামের এক যুবককে ওসমানী হাসপাতাল থেকে আটক করা হয়েছে। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে-কে মাদকগুলো দিতে গিয়েছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের ১১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদাসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে ও তার সাথে থাকা আরও তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। বর্তমানে তিনি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ