বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে
বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া সব বাংলাদেশিদের ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, ভারতে আটকা পড়া বাংলাদেশিদের এখনই ফেরত আনা যাচ্ছে না।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা প্রসঙ্গে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে আটকা পড়া বাংলাদেশিদের এখনই ফেরত আনা যাচ্ছে না। দেশটিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে সমস্যা হচ্ছে।
বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।