সিলেট জেলা বিএনপির শোক


জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় কামরুল হুদা জায়গীরদার বলেন, জাতীয়তাবাদী পরিবারের পরিক্ষিত বন্ধু, খাটি জিয়ার সৈনিক বিএনপি নেতা হেলাল আহমদ চৌধুরীর ইন্তেকালে আমরা একজন আপাদমস্তক জিয়ার সৈনিককে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। জকিগঞ্জ এলাকায় বিএনপির রাজনীতি শক্তিশালী করতে তাঁর ভুমিকা জেলা বিএনপি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আল্লাহ মরহুম হেলাল আহমদ চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ