সিলেটে অ্যাম্বুলেন্স ব্যতীত সব যান চলাচলে নিষেধাজ্ঞা
সিলেটে বৃহস্পতিবার থেকে দু’দিন সব ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বুধবার (৮ এপ্রিল) দিনগত রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুধু অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। এই নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফলে আজ (বৃহস্পতিবার) ও শুক্রবার সিলেট শহর ও জেলার কোথাও কোন ধরণের যান্ত্রিক ও অযান্ত্রিক ( অর্থাৎ রিকসা) যানবাহন চলাচল বন্ধ ধাকবে।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন জনস্বার্থে এ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।রাস্তায় যানবাহন বের হলেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।