কুর্মিটোলা হাসপাতালে সেই চিকিৎসক
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিলেটের একমাত্র করোনায় আক্রান্ত চিকিৎসককে নেয়া হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা পৌঁছার পর তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয় বলে আক্রান্ত ব্যক্তির স্বজন সূত্রে জানা গেছে।
এর আগে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাতে বাসা থেকে ওই চিকিৎসককে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয়। প্রথমে হাসপাতালের আইসিইউতে নেয়া হলেও পরে সাড়ে ১১টার দিকে কেবিনে নিয়ে আসা হয়। অক্সিজেন সাপোর্ট দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়। বুধবার বিকেলে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে রওয়ানা দেন তার স্বজনেরা। রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সটি ঢাকা পৌঁছে।
বুধবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
রোববার সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত হন এই চিকিৎসক।