করোনা পরীক্ষা আজ থেকে সিলেটে হবে
প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রাণঘাতি করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে স্থাপিত ল্যাব চালুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায়।
মেশিনটি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষে স্থাপন করা হয়েছে।
জানা গেছে, প্রতিদিন ধারণ ক্ষমতা অনুযায়ী ৯৪টি নমুনা সনাক্ত করা যাবে। এই পরীক্ষা করতে ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। পরীক্ষার জন্য ল্যাবে মেডিকেল কলেজের ৪ জন অধ্যাপক ও ১০ জন টেকনিশিয়ান প্রতিদিন কাজ করবেন। এই পরীক্ষা করাতে কোনো ফি দেওয়া লাগবে না।
পররাষ্ট্রমন্ত্রী সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেনের আশ্বাসের অল্পদিনেই ল্যাবটি স্থাপিত হয়। যা সিলেটবাসীর জন্য নতুন সুখকর।