সবাইকে ঘরে ইবাদত করার আহবান আরিফের
আসন্ন শবে বরাতে ঘরে বসে ইবাদত বন্দেগী করার জন্য আহ্বান জানিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘নবীজি বলেছেন দুর্যোগের অবসর সময় যার যার ঘরে বসে ইবাদত পালন করার কথা। তাই, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাইকে ঘরে বসে স্রষ্টাকে স্মরণ করাই উত্তম।’
শনিবার (৪ এপ্রিল) দুপুরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা শবই বরাতে সাধারণ মানুষকে সাহায্য করতে চান, তারা যেন নিজ নিজ এলাকার প্রতিবেশী, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের সাহায্য করেন।
এসময় তিনি লোক সমাগম করে মিলাদ মাহফিল না করার আহবান জানান।