চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত
চট্টগ্রামে প্রথমকরোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তার বয়স ৬৭ বছর। তিনি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ওই রোগীর নমুনা পরীক্ষার পর করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে।
বৃহস্পতিবার করোনা উপসর্গ থাকায় নগরীর দামপাড়া এলাকার ৬৭ বছরের একজনকে জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। এরপর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পরীক্ষার পর পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তির বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।’
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রামের ১৫ উপজেলা থেকে ২ জন করে ৩০ জন ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডিতে প্রেরণ করা হয়েছে।