দক্ষিণ সুরমায় এসএমপির জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারণা
করোনা ভাইরাস (COVID-19) সংক্রান্তে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারণা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের উদ্যোগে চন্ডিপুল, হুমায়ূন রশীদ চত্বর, টার্মিনাল, ও পাশ্বর্বর্তী এলাকায় করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ এসএমপি’র নিজস্ব জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়। এছাড়া থানা এলাকার প্রতিটি অলিতে গলিতে মাইকিং করে প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।