কালের সিলেট ডট কম, প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২০, ৯:০৩:২৩ অপরাহ্ণ
শেয়ার
নিম্ন আয়ের মানুষরা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সঙ্কোচবোধ করলে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করে তাদের বাড়ি বাড়ি ত্রাণ বিতরণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এর একটি আদেশনামা দেওয়া হয়েছে সকল জেলা প্রশাসকের কাছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল স্বাক্ষরিত ত্রাণ কর্মসূচি-১ শাখার আদেশে এ নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনা মোতাবেক গত রোববার থেকে সকল জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলা তালিকা প্রস্তুত করে সুন্দর ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করছেন।
ত্রাণ বিতরণের সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধিমালা অবশ্যই জরুরি। সামগ্রিকভাবে সমন্বিত কার্যক্রম এ মুহূর্তে অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করা হয় এ আদেশে।