বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করল সুনামগঞ্জের এলি ফার্নিচার

করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়ন চিনাকান্দি গ্রাম ৮ নং ওয়ার্ড গরীব দুঃস্হদের মাঝে ত্রাণ বিতরণ করে দি এলি ফার্নিচার মার্ট।

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোঃ কামাল হোসেন, শিমন, জনাঈদ মিয়া, ফখরউদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু প্রমূখ।

এসময় তিনি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন গণসচেতনতা মূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, দেশের এই সঙ্কটময় মুহুর্তে দেশের মানুষের কল্যাণের জন্যে জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার সাধ্য অনুয়ায়ী সহায়তা নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। অপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভাল থাকুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ