সুনামগেঞ্জে ৬৫ টি পিপিই প্রদান
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জের ১১ উপজেলা ও সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তারদের জন্য ৬৫ টি পিপিই প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৪মার্চ) সকালে পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন সিভিল সার্জন ডা. শামছুদ্দিনের হাতে এই পিপিই তুলে দেন।
এসময় সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট বিশ্বজিৎ গোলদার, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, জগন্নাথপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মধুসুদন ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সুনামগঞ্জ সদর হাসপাতালের জ্বর, সর্দি ও কাশিতে ভোগা রোগীদের চিকিসা প্রদানের জন্য আলাদা চিকিৎসা কর্ণারের উদ্বোধন করা হয়।