মৌলভীবাজারে মন্ত্রীর পক্ষ থেকে পিপিই প্রদান
করোনাভাইরাস ঠেকাতে ব্যক্তিগত সুরক্ষার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন কার্যালয়, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং থানা পুলিশকে ১০০ পিপিই দেওয়া হয়েছে।
মঙ্গলবার মন্ত্রীর পক্ষে জেলার সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদের হাতে পিপিই প্রদান করা হয়৷
এরপর বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং থানা পুলিশের কর্মকর্তাদের হাতে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) তুলে দেওয়া হয়।