ওসমানীনগরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি মোকাব্বির

dav

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান ওসমানীনগরে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।

মঙ্গলবার পারিবারিক উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের সাড়ে ৩শ’ পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আলু, ১লিটার সোয়াবিন, ১কেজি ডাল, ২কেজি লবন, ২কেজি পেয়াজ ও ১টি করে সাবান বিতরণ করেন তিনি।

মোকাব্বির খান জানান, তিনি অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরে ঘরে বিশ্রামে ছিলেন তাই ঘর থেকে বেরুতে পারেননি। আজ সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে জনগণের কাছে এসেছেন। খাবার গুলো তিনি প্রতিটি ইউনিয়নে পৌছে দেন।

বিতরণ কালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফসানা তাসলিম, উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আবদাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান এমরান রব্বানী প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ