সুনামগঞ্জে ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা
সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপির ব্যক্তিগত তহবিল হতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন ও সুরমা ইউনিয়নে অসহায় হতদরিদ্র ৯০০ পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে জাতীয় পার্টির নেতা কর্মীরা অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম সেরুল, সুরমা ইউনিয়নের জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম, জেলা সেচ্ছা সেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, সদর উপজেলা সেচ্ছা সেবক পার্টির যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল, এরশাদ আহমদ, ইউপি সদস্য আলী হোসেন প্রমুখ।