ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ৩ নারীসহ নিহত ৪
রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশাচালকসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে পীরগাছার অন্নদানগর রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনই নারী। অন্যজন অটোচালক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লালমনিরহাট থেকে আসা তিন নারী যাত্রী অটোরিকশা যোগে পীরগাছায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অন্যদানগর রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিন তাদের অটোরিকশাকে ধাক্কায় দেয়।
ট্রেনের ইঞ্জিনের ওই ধাক্কায় ঘটনাস্থলেই অটোচালক ও এক নারী নিহত হন। আহত বাকি দুই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেলে (রমেক) হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়। নিতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।