করোনা টেস্টে ৩ ঘণ্টার মধ্যেই মিলবে ফলাফল

দুই একদিনের মধ্যেই কভিড-১৯ পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে।

এতে ঢামেকে তিন ঘণ্টার মধ্যেই করেনা পরীক্ষার ফলাফল জানা যাবে।

সোমবার ঢামেক অধ্যক্ষ ডা. খান মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘কলেজের ভাইরোলজি বিভাগ করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে। কিছু মেশিনারিজ আমাদের এখানে রয়েছে, আরও কিছু মেশিনারিজ এসে গেছে। আশা করি দুই একদিনের মধ্যেই পরীক্ষা কার্যক্রম চালু করা হবে। মূল টেস্ট করতে তিন ঘণ্টা লাগবে।’

‘হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যদের নিরাপত্তাসহ রোগীদের কথা চিন্তা করেই এ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসকের নির্দেশনার ভিত্তিতে পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় কোনো রোগীর যদি পজেটিভ আসে, তাহলে ঢাকা মেডিকেল ছাড়া সরকারের বরাদ্দ করা হাসপাতালগুলোতে করোনাভাইরাসের চিকিৎসার জন্য তাকে সেখানে পাঠানো হবে। কলেজের চারতলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু হবে।’ -যুগান্তর

এ বিভাগের অন্যান্য সংবাদ