সুনামগঞ্জে জীবাণুনাশক স্প্রে দেয়া শুরু

সুনামগঞ্জ পৌর কর্তৃপক্ষ শহরকে জীবানুমুক্ত করতে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো ও সড়কে চলাচলকারী পরিবহনে জীবনুনাশক স্প্রে দেয়া বিশেষ কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬মার্চ) দুপুরে এ কার্যক্রম শুরু হয়।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর কার্যালয়ের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। গণ সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অন্যসব কর্মসূচির পাশাপাশি এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী।

এ ব্যাপারে পৌরসভার মেয়র নাদের বখত বলেন, পৌরবাসীকে সচেতন ও শহরকে জীবানুমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের আনাচে কানাচে ও সড়কে চলাচলকারী পরিবহনে জীবনুনাশক স্প্রে ও শহরের বিভিন্ন পয়েন্টে পানি দেওয়া হচ্ছে আমাদের করোনা প্রতিরোধে সকল কার্যক্রম অব্যাহত তাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ