খালেদা জিয়ার দণ্ড স্থগিত
দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, এ সময় তিনি বিদেশে যেতে পারবেন না; বাসায় থেকে চিকিৎসা নেবেন।
মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। দণ্ডবিধির ৪০১ ধারা মতে এ দণ্ড স্থগিত করা হয়েছে। সূত্র- যুগান্তর