সুনামগঞ্জে সকল পশুর হাট বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট ও পৌর শহরে থাকা সব পশুর হাট বন্ধের নির্দেশনা দিলেন জেলা প্রশাসক (ডিসি)। সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জেলা প্রশাসনের ফেসবুক আইডি হতে এক গণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সক্রমন নিয়ন্ত্রনে সোমবার সকাল হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলা সদর সহ বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট বাজার ও পৌর শহরে থাকা পশু (গরু, ছাগল, ভেড়া, মহিষ) সহ সকল গবাধি পশুর হাট বন্ধ ঘোষণা করা হল। এ নির্দেশনা পালনে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট হাটের ইজারা বাতিল, ইজারাদার সহ গবাধিপশু বিক্রেতার বিরুদ্ধে জেল জরিমানা প্রয়োজনীয় সব ধরণের আইনি ব্যবস্থা নেয়া হবে। জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার , সকল থানার ওসি, পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্র , পুলিশ ফাঁরি ইনচার্জ, সীমান্তে থাকা বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি), আইনশৃংখলা বাহিনি, স্থানীয় ইনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য/ সদস্যা(মেম্বার), বাজার কমিটি, সংলিষ্ট হাটের ইজারাদারকে এ নির্দেশনা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ