সিলেটে আটক ১২
সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৫ মহিলা ও ৭ পুরুষসহ ১২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার হোটেল তিতাস রেষ্টহাউজ থেকে তাদেরকে আটক করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিলপূর্বক শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।