দিরাইয়ে পরিমাণ মতো নিত্যপন্য কিনতে ইউএনওর বিজ্ঞপ্তি
হঠাৎ করেই নিত্যপন্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে ও প্রয়োজনীয় পন্য পরিমাণ মতো কিনতে নির্ধারিত করে দিয়েছেন দিরাই উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ শুক্রবার দিরাই উপজেলা প্রশাসনে পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পরিবার বা একজন ব্যক্তি ১ বস্তা চাল (৫০ কেজি), ২ কেজি পেঁয়াজ, ১কেজি ছানাবুট, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ লিটার তেল এবং ১ কেজি রসুন ক্রয় করতে পারবেন। যদি নির্ধারণ করে দেওয়া পরিমাপের বেশি কোন ব্যক্তি পণ্য ক্রয় করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অন্যদিকে সুনামগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেনো না বাড়ে সে কারণে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে প্রশাসন। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের প্রতিটি বাজার ঘুরে দেখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
করোনা ভাইরাসকে কাজে লাগিয়ে যেনো কোন ব্যবসায়ী পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সেদিকেও নজরদারী করা হচ্ছে বলে জানান সুনামগঞ্জ জেলা প্রশাসক।