সিলেট আরো ১০৪ জন হোম কোয়ারেন্টাইনে
শুক্রবার সিলেট জেলায় আরো ১০৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৪৭৫ জন। এছাড়া, সিলেট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক মহিলা ও এক কিশোরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান সিলেট জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন পজেটিভ কেস ধরা পড়েনি বলে জানান সিভিল সার্জন।