১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করলো জকিগঞ্জ পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার বোতল ফেন্সিডিল জব্দ করেছে জকিগঞ্জ থানাপুলিশ। সাথে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। মাদক বহনের কাজে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে জকিগঞ্জ থানাধীন জকিগঞ্জ থানাধীন ৬নং সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত আমলশীদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে কারের আরোহীরা সিলেটের দিকে পালিয়ে যেতে থাকে। জকিগঞ্জ থানা পুলিশের একটি দল প্রাইভেট কারকে ধাওয়া দিলে প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা কারটি ফেলে পালিয়ে যায়। পরবর্তী প্রাইভেট কারটি তল্লাশি করে পুলিশ এক হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।