বিমান থেকে নেমেই সেনাবাহিনীর তত্বাবধানে যাত্রীরা
এখন থেকে বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষের পরই যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে নেয়া হবে।
আশকোনা হাজী ক্যাম্পের কোয়ারেন্টাইন সেন্টারে দায়িত্বে থাকা মেজর রাকিব বলেন, সকাল থেকে এখনো কাউকে কোয়ারেন্টাইন সেন্টারে আনা হয়নি। তবে এ বিষয়ে পরে আইএসপিআর এর পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করা হবে।
বিমানবন্দর সংলগ্ন হাজী ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি (সেক্টর ১৮) সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।
আইএসপিআর জানায়, বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষের পরই যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে নেয়া হবে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বাংলাদেশে সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে দুইটি কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনীকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/সংস্থা/অধিদফতর/বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।