সিলেটে সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত

সিলেট-তামাবিল সড়কে ট্রাক এবং প্রাইভেট কারের সংঘর্ষে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এঘটনায় আরেক কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার রাত ৯ টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর শিকারখা এলাকায় এ ঘটনা ঘটে।প্রাইভেট কারযোগে তামাবিল থেকে সিলেটে ফিরছিলেন তারা।

জানা গেছে, দুর্ঘটনাস্থলেই তামাবিল শুল্ক স্টেশনের কাস্টমস অফিসার সেলিনা ফারহানা শিপা (৩০)’র মৃত্যু হয়। এসময় আহতাবস্থায় আরেক কাস্টমস অফিসার রীমা রানী সরকারকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ