সিলেটে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত

সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

বুধবার (১৮ মার্চ) মুজিববর্ষের ১২তম দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় প্রতিদিনই এই অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নিবেদনে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা সভা করা হয়। কিন্তু করোনাভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতা হিসেবে আমরা মুজিববর্ষের এই ধারাবাহিক অনুষ্ঠান স্থগিত করেছি। পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের নিবেদনে অনুষ্ঠানগুলো আমরা শেষ করেছি। পরবর্তীতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদনে যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো মুজিববর্ষ চলমান থাকাকালীন সম্পন্ন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ