করোনায় আক্রান্ত বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু!
নতুন রোগী ৪ জন
করোনা রোগে আক্রান্ত এই প্রথম বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তির বয়স ৭০ বছর । চ্যানেল২৪ এর বরাদ দিয়ে আমাদের সময় অনলাইন এ তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার বিকেলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দায়িত্বাধীন পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান ।
দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত তিনজনের দুজন ইতালি ফেরত অন্যজন কুয়েত থেকে এসেছেন। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তির বয়স ৭০ বছর । তিনি বিদেশে যান নি। অন্য কারও কাছ থেকে তিনি সংক্রামিত হয়েছেন। কিডনিসহ শারীরিক নানা জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি।