মহানগরের ৬ থানায় তিনটি বিশেষ কৌটার সার্ভিস ডেস্ক চালু

সিলেট মহানগর পুলিশের ৬টি থানায় তিনটি বিশেষ কৌটার হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মঙ্গলবার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেস্ক চালু করা হয়। সার্ভিস ডেস্কের ইনচার্জ হিসেবে একজন উপ-পরিদর্শক পদমর্যাদার একজন নারী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মুজিববর্ষ ২০২০ এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ এ উদ্যোগে নেয়।

ডেস্কের দায়িত্বপ্রাপ্ত নারী কর্মকর্তাগণ থানায় আগত বিভিন্ন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ২৪ ঘণ্টা সার্ভিস প্রদান করবেন। সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সার্ভিস ডেস্কটি পরিচালিত হবে।

এসএমপির ছয়টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- কতোয়ালি মডেল থানার এসআই রিংকু রানী দাশ (০১৭১২-৮১৫৯৬২), জালালাবাদ থানার এসআই শাহিনূর বেগম (০১৭৬৮-৫২১৯২৯), এয়ারপোর্ট থানার এসআই শাহনাজ আক্তার (০১৭১৬-৩৮৭৬৪০), দক্ষিণ সুরমা থানা এসআই মল্লিকা তাংক্ষান্তা (০১৭৫৩-৮২০৬৬৬), মোগলাবাজার থানার এসআই হাসিনা খাতুন (০১৭১৭-৪২০২৭৯), শাহপরান (রহ.) থানার এসআই জুবেদা বেগম (০১৭২০-৯০২২৭৬)। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তার জন্য বা যেকোনও প্রয়োজনে উল্লিখিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া এসএমপির কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা (০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮) এ যোগাযোগ করা যেতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ