সিলেটে মুহিত ও আফজল ইউনিট ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন
সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুহিত (সোহাগ) ও মহানগর ছাত্রলীগ নেতা আফজল আহমেদের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়।
১৭ই মার্চ মঙ্গলবার সকালে ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কেক কাটেন আব্দুল মুহিত (সোহাগ) ও আফজল আহমেদ।
উপস্থিত ছিলেন সেলিম আহমদ, ফোরকান আহমেদ , শাহ হোসাইন আহমদ , নয়ন আহমদ রনি, মোঃ শাহাবুদ্দীন, মোঃ শাহীন মিয়া, রাজীব আহমেদ, সবুজ আহমেদ , কামরান আহমেদ, পারভেজ আহমেদ ,নয়ন দেবনাথ, অনিক, জয়, মাহি আহমেদ, মাসুম, রিদয় আহমেদ, জালাল আহমদ বক্স প্রমুখ।
পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।