শ্রীমঙ্গলে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে সভা
সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেসক্লাবের উদ্যাগে মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় চৌমুহনা চত্বরে এ মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, স্থানীয় দৈনিক খোলাচিঠি প্রত্রিকার সম্পাদক সরফরাজ আলী বাবুল, ক্রীড়া সম্পাদক মামুন আহমদ, সহ-সম্পাদক (দপ্তর) এম এ রকিব, কার্যকরী সদস্য কাওছার ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের দিপংকর ভট্টাচার্য লিটন, ইত্তেফাকের অনুজ কান্তি দাস, ঢাকা ও বাংলাট্রিবিউনের এম সাইফুল ইসলাম, ইনকিলাবের আনোয়ার হোসেন জসিম, দিনকালের রুবেল আহমদ, করতোয়ার আব্দুস শুকুর, দেশ রূপান্তরের সুমন মিয়া, আমাদের সময়ের অরবিন্দু দেব, আনন্দ টিভির তোফায়েল আহমদ পাপ্পু প্রমুখ।
এ সময় দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী’র ওপর মাললা প্রত্যাহার, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের ওপর মামলা প্রত্যাহার, ঢাকার ফটো সায়বাদিক শফিকুল ইসলামের সন্ধান ও মেহেরপুরের সাংবাদিক মাহাবুবুল হক পোলেনের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।