করোনা রোধে আম্বরখানায় এমদাদ চৌধুরীর নেতৃত্বে মহানগর বিএনপির লিফলেট বিতরণ
বিশ্বব্যাপী মহামারী আকার ধারণকারী করোনা ভাইরাস রোধে নগরীর আম্বরখানা এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ কালে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও হুমায়ুন আহমদ মাসুক, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, বিএনপি নেতা ময়নুল হক স্বাধীন ও নজির হোসেন, যুবদল নেতা এনামুল হক সুহেল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, যুবদল নেতা হুমায়ুন কবির তালুকদার, হাসান আহমদ রাসেল, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সায়েল আহমদ নয়ন, যুবদল নেতা আব্দুল হাদী স্বপন, এম এ গনি ও ছাত্রদল নেতা ফরহাদ আহমদ ঢালী প্রমূখ। লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, শুধু আতংক না ছড়িয়ে করোনা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি জনসমাগম স্থল এড়িয়ে যেতে হবে। সর্বোপরি চিকিৎসা বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের আদেশ নির্দেশ মেনে চলে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি