করোনা: ভিডিও কনফারেন্সে সার্ক নেতারা

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন সার্ক নেতারা।

এ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় এ বৈঠক শুরু হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্কের নেতারা এ ভাইরাস রোধে করণীয় নিয়ে মতামত তুলে ধরছেন। পাশাপাশি তাদের গৃহীত পদক্ষেপও তুলে ধরছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ