সিলেটস্থ আটগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক
সিলেটস্থ আটগাঁও ইউনিয়ন ছাত্র কল্যান পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সিলেট মুসলিম সাহিত্য কেন্দ্রের শহীদ সুলেমান হলে সিলেটস্থ আটগাঁও ইউনিয়ন ছাত্র কল্যান পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সংগঠনের সহ সভাপতি ময়নুল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, শালা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, শিমুলবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মকসুদ আহমদ।
আরো বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, সংগঠনের উপদেষ্টা ফুরকান উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন আশরাফুল আলম। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।