সিলেটে চালু হলো দুটি হটলাইন
সিলেটে করোনাভাইরাসের জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন দুটি সার্বক্ষণিক খোলা থাকবে।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এই হটলাইন চালু করা হয়েছে। হটলাইন দুটি হলো- ০১৭১৩২৩২৭৩৩ এবং ০১৭১৪১৬৪৬৫৫।
বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, হাসপাতালের জরুরি বিভাগে (ইমার্জেন্সি) হটলাইন দুটি আজ শনিবার থেকে চালু করা হয়েছে। এ হটলাইনে দিন-রাত সবসময় সাড়া দেওয়া (রেসপন্স) হবে।
কারো মধ্যে করোনাভাইরাসের ন্যূনতম লক্ষণ দেখা গেলে দ্রুত ওই হটলাইনে কল করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।