জকিগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

জকিগঞ্জে  নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর মিনিখলার একটি বাসা থেকে অপহরণকারীসহ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

এ সময় অপহরণকারী বালাগঞ্জ উপজেলার শিউড়কাল (গহরপুর) গ্রামের বাসিন্দা আবুল কালাম (আবু মিয়া) এর পুত্র সিএনজি চালক হেলাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়।

 গত ১০ মার্চ ৯নং মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের ওই ছাত্রী স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। বিকালে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মা রিনা বেগম চৌধুরী জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ