সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় হেলাল মিয়া (৩৫) নামে এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
হেলাল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের ফয়াজ মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় সড়কের মধ্যে বাঁশ বোঝাই ঠেলাগাড়িকে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় ঠেলাগাড়িতে থাকা কয়েকটি বাঁশ চালকের গায়ে শক্ত ভাবে আঘাত লাগে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন ঐ ঠেলাগাড়ি চালক। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।