মন্ত্রীসহ ব্রিটেনে ৩৮২ জন করোনায় আক্রান্ত

ইংল্যান্ডের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিয়েস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১১ মার্চ) জানিয়েছে, ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়ে ছয় জন মারা যাওয়ার পর দেশটির উচ্চপর্যায়ে কারো করোনা আক্রান্ত হওয়া সংবাদ প্রকাশিত হলো। সরকারি হিসাবে এখন পর্যন্ত ইংল্যান্ডে ৩৮২ জন আক্রান্ত হয়েছে।

ইংল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গত ৫ মার্চ ডোরিয়েসের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়। সেদিনই ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নাদিন ডোরিয়েস। পরদিন থেকেই তাকে আলাদা করে রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে কিনা সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ সব জুনিয়র স্বাস্থ্যমন্ত্রীকে পরীক্ষা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ