‘পালিয়ে যাওয়া’ সেই নারী শামসুদ্দিন হাসপাতালে
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে চিকিৎসকরা সন্দেহ প্রকাশের পর সিলেটের নর্থ ইস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই মহিলাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের(সদর হাসপাতাল) কোয়রেন্টাইন সেন্টারে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার সকালে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের কর্মীরা দক্ষিণ সুরমায় ওই নারীর বাড়ি গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, আমাদের লোকজন বাড়িতে গিয়ে অনুরোধ করলে তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হন। এরপর তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়।