সিলেটে সড়ক অবরোধ করলো পরিবহন শ্রমিকরা
নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার (১১ মার্চ) চৌহাট্টা পয়েন্টে তারা সড়ক অবরোধ করেন।
জানা যায়, দুপুর ১টার দিকে দ্বিতীয় দফায় তারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চৌহাট্টা সড়কের উপর গাড়ি পার্কিং করা অবস্থায় মেয়র আরিফুল হক এসে গাড়ি সরিয়ে নেয়ার কথা বলেন। এ সময় সড়কে গাড়ি রাখা না রাখা নিয়ে মেয়রের সাথে বাকবিতণ্ডায় জড়ান মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিকরা। এক পর্যায় মেয়র উত্তেজিত হয়ে এক শ্রমিককে ধাক্কা দিলে গণ্ডগোল শুরু হয়।
শ্রমিকদের অভিযোগ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিন পরিবহন শ্রমিককে মারধর করেছেন। বুধবার সকাল সোয়া ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকায় স্ট্যান্ডে একটি গাড়ি ভাঙচুর করেন মেয়র আরিফুল হক ও তার সাথে থাকা লোকজন। এসময় স্ট্যান্ডে থাকা আরো কয়েকটি গাড়িতে হামলা করেন তারা।
এ ঘটনার পরপরই সকাল সাড়ে ১১টায় চৌহাট্টা এলাকায় সিভিল সার্জন অফিসের সামনে রাস্তায় গাড়ি রেখে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তারা প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বললে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে মেয়রের বিরুদ্ধে স্লোগান দেন শ্রমিকরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া জানান, রাস্তা পরিষ্কার নিয়ে চৌহাট্টায় মেয়রের সাথে গাড়ি শ্রমিকদের ঝামেলা হয়েছে। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবারও ১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করলে আবারও পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের সান্ত্বনা দিয়ে স্ট্যান্ডের কার্যালয়ে ফেরত পাঠানো হয়।