২ শিশুকে ধর্ষণ করে হত্যা: দুইজনের ফাঁসি
রাজধানীর ডেমরায় দুই শিশুকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন।
মঙ্গলবার (৩ মার্চ) এ রায় ঘোষণা করা হয়।
আদালতের স্টেনোগ্রাফার গৌতম নন্দী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানী। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করানো হয়। রায় ঘোষণার পর তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়।