সিরিজ জয়ের মিশনে মাশরাফিরা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল। আর এ ম্যাচে জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা।

প্রথম ওয়ানডে ১৬৯ রানের জয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক বাংলাদেশ।

এদিকে আট মাস পর মাঠে নেমেই আশানুরূপ পারফরমেন্স করেছেন মাশরাফি। দুই উইকেট নিয়ে অধিনায়ক হিসেবে ১০০ শিকার পূর্ণ করেন টাইগার দলপতি। আর এতেই পাকিস্তানের ইমরান খান-ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের পাশে নিজের নাম লেখান তিনি।

দ্বিতীয় ওয়ানডের একাদশে জিম্বাবুয়ে বেশ কিছু পরিবর্তন আনলেও অপরিবর্তিত দল নিয়েই খেলতে নামবে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ