ইংলিশ মেন্টরের সেমিনার
ওসমানীনগরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ইংলিশ মেন্টরের উদ্যোগে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) গোয়ালাবাজারস্থ শাহজালাল কমিউনিটি সেন্টারে স্পোকেন ইংলিশ ও কম্পিউটার বিষয় উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অংশ নেয় সিলেট বিভাগের সহস্রাধিক এসএসসি ও দাখিল উর্ত্তীন শিক্ষার্থী।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইজি স্পোকেন ও কম্পিউটার শিক্ষার উপর বিস্তারিত আলোচনা করেন আবু সাদেক মো. জুনাইদ মল্লিক স্যার ও ইংলিশ মেন্টরের’র ভারপ্রাপ্ত পরিচলাক জুনেদ আহমদ জয়।
সেমিনারে ইংলিশ মেন্টরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সেবুল আহমদ, জাকারিয়া আহমদ, সাদিয়া সুলতানা, কাজী নাহিদ রহমান, মোহম্মদ আলী, সালোয়া সুলতানা, লিজু আহমদ, সাইদুর রহমান, রাজ আহমদ ও কাওছার আহমদ।
সেমিনারে উপস্থিত এসএসসি ও দাখিল উর্ত্তীন শিক্ষার্থীদের মধ্যে লটারী করে ১ জন শিক্ষার্থীকে কম্পিউটার প্রদান করা হয়। কম্পিউটার বিজয়ী হয়েছেন কে.জি.ডি.এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার।