নগরী থেকে ভুয়া ডিবি পুলিশ আটক
সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার বরুরা থানার শশিয়া এলাকার নজর উদ্দিনের ছেলে মো. বাদশা (২৩) বর্তমানে নগরীর মেজরটিলার ইসলামপুর কলোনিতে বসবাস করছেন। নগরীর মেজরটিলার ইসলামপুর কলোনি এলাকার কালা মিয়ার ছেলে মো. বিলাল আহমদ (২২)। তিনি নগরীর সোবহানীঘাটস্থ আল হারাইমাইন হাসপাতাল (প্রা.) লিমিটেডে ক্লিনার পদে চাকুরী করতেন।
শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে শাহজালাল উপশহরের ডি-ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপশহর ডি-ব্লকের ২৫নং মেইন রোডে ডিবি পুলিশ পরিচয়ে ওয়াকিটকি হাতে পথচারী জকিগঞ্জের বালিগ্রাম এলাকার মৃত তমছির আলীর ছেলে মো. মুছা আহমদকে (২৭) হয়রানি করার সময় শাহপরান (রহ.) থানার টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় আটককৃত দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিলে টহল পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডিবির লোক নয় বলে জানায়।
আটককৃতদের বিরুদ্ধে শাহপরান (রহ.) থানার মামলা (মামলা নং-১৬) দায়ের করা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।