অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় আহত বাবুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বালিউরা বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া দোয়ারা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপার গ্রামের মৃত আজমত আলীর পুত্র।
জানা যায়, সকালে দাঁড়ানো একটি ব্যাটারী চালিত অটোরিক্সার কিছু দূরে দাঁড়িয়ে ছিলেন বাবুল মিয়া। এসময় অটোরিক্সাটি বাবুল মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহতবস্থায় বাবুল মিয়াকে ছাতক হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু ঘটে। ছাতক থানা পুলিশ হাসপাতাল থেকে বাবুল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।