বোনের কবর খুঁড়তে খুঁড়তে মারা গেল ভাই
বোনের কবর খুঁড়তে খুঁড়তেই মারা গেলেন ছোট ভাই। বুধবার সকাল ৮টার দিকে লোকজন নিয়ে বড় বোন খাদিজা বেগমের (৭০) কবর খুঁড়ছিলেন রফিজ উদ্দিন হাওলাদার (৬৫)। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে কবরের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন দক্ষিণ সোনাতলা গ্রামে। এ দিন সকাল ১০টায় সোনাতলা মাদরাসা মাঠে খাদিজা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। আসর নামাজ শেষে বিকেল ৫টায় একই মাঠে জানাজা হয় ছোট ভাই রফিজ উদ্দিনের।
স্থানীয় সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার জানান, দক্ষিণ সোনতালা গ্রামের দিনমজুর রশিদ হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম মঙ্গলবার সকাল ১০টার দিকে মারা যান। একই গ্রামের হামেজ উদ্দিনের ছেলে নৌকা তৈরির মিস্ত্রি রফিজ উদ্দিন বোনের কবর খোঁড়ার সময়ই মারা গেছেন। এ ঘটনায় উভয় পরিবারে কান্নার রোল পড়ে যায়।