অপরের সাহায্য নিয়ে আত্মহত্যা বৈধ!

২০১৫ সালে জার্মান পার্লামেন্টে পাশ হওয়া এক আইনে দেশটিতে আত্মহত্যা নিষিদ্ধ করা হয়েছিল৷

এরপর মুমূর্ষু রোগী ও আত্মহত্যায় সহায়তাকারী কয়েকটি প্রতিষ্ঠান আইনটির বিরুদ্ধে মামলা করে৷কিন্তু নতুন রায়ে আদালত বলেছে, জীবনের যেকোনো পর্যায়ে মৃত্যু নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার সকলের রয়েছে।

অপর একজনের সাহায্য নিয়ে আত্মহত্যার অনুমতি কেবলমাত্র মুমূর্ষু রোগীদের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা বলেও মন্তব্য করেছে আদালত।

গির্জার প্রতিনিধিরা আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷

তাদের মতে, নতুন এই রায়ের কারণে বয়স্ক ও অসুস্থরা অপর একজনের সহায়তা নিয়ে আত্মহত্যা করতে অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ অনুভব করতে পারেন৷

সর্বোচ্চ আদালতের রায়কে পর্যবেক্ষণের পর পরবতী করণীয় ঠিক করবে বলে জানিয়েছে জার্মান সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ