‘দেশে অলস লোক ছাড়া কেউ এখন বেকার নেই’
‘দেশে অনেক কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। অলস লোক ছাড়া কেউ এখন বেকার নেই। গত ১০বছরে হাওরাঞ্চলে কৃষি, যোগাযোগ শিক্ষাসহ সকাল সেক্টরে যে উন্নয়ন হয়েছে তা কেউ অস্বীকার করার নয়।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌরসভার নতুন বাগবাড়িতে সদ্য প্রতিষ্ঠিত প্রবাসী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
তিনি বলেন, তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, এর আগে এ দেশের মানুষ সামরিক শাসকসহ বিভিন্ন সরকারের আমল দেখেছে, কিন্তু কোনো সরকারই জননেত্রী শেখ হাসিনার সরকারের মতো উন্নয়ন করতে পারিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে দিরাই সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী।