সিলামে ২৬তম রুস্তমপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে ২৬তম রুস্তমপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে রুস্তমপুর মাঠে অনুষ্ঠিত হয়।
২৬তম রুস্তমপুর ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মকবুল হোসেন মাখনের সভাপতিত্বে ও তারেকুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য বাণিজ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, তেতলী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মইনুল ইসলাম, মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুর রহমান ইকবাল, বিশ^নাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকসিন আহমদ দীপু, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হাজী আব্দুস সত্তার, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নেছার আলী, নেছারুল হক চৌধুরী, তুহিন চৌধুরী, সেলিম আহমদ মেম্বার, আশিক আলী, কামাল আহমদ মেম্বার, কয়েছ আহমদ মেম্বার, নন্দন পাল, জাকারিয়ারুল হক, দুলাল হক প্রমুখ।
আক্কাস উদ্দিন আকাইয়ের পরিচলনায় উদ্বোধনী খেলায় লালাবাজার ইউনিয়ন ক্রীড়াচক্র বনাম বিশ^নাথ ফুটবল দল বিএফসি’র মধ্যে অনুষ্ঠিত হয়। বিপুল দর্শকদের উপস্থিতিতে তুমুল প্রতিযোগিতামূলক খেলায় কোন দল গোল করতে পারেনি। উভয় পক্ষে মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে। ২৬তম রুস্তমপুর ফুটবল টুর্নামেন্টে ৩২টি টিম অংশ গ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে এমএসসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এই ৩টি উপজেলায় পৃথক পৃথক ভাবে ফুটবল খেলার আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি